বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলি ও নির্বাচনি প্রক্রিয়াগুলো দেখছি। সংস্কার কমিটির সংস্কার প্রস্তাব যেন মাঝপথ থেকে এগোতে পারছে না। এটা কি আকাঙ্ক্ষার অভাব, সক্ষমতার অভাব
দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। বিশেষ করে সংস্কার। তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। পাশাপাশি এই অল্প সময়ে তারা আর কি কি অর্জন করে বের হয়ে যেতে চান তা বলার সময় হয়ে গেছে।
আলোচনা সভায় বক্তারা
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোনো দুর্বল এবং অসমন্বিত সরকারের যদি রাজনৈতিক বৈধতা না থাকে, তাহলে তাদের সফলভাবে দর কষাকষি করার নজির বিরল।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেয়ারবাজার দীর্ঘ মেয়াদি অর্থায়নের জায়গা। কিন্তু এখন অচল অবস্থায় রয়েছে। পুজিবাজারের ভূমিকা অর্থনীতিতে কমে গেছে। এটা ভালো কোন লক্ষণ নয়। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করতে হবে।